Web Analytics

জাপানের উত্তর-পূর্বাঞ্চলের আওমোরি প্রিফেকচারের উপকূলে শুক্রবার সকালে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে ২০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি সংঘটিত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া দফতর (জেএমএ)। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়।

মাত্র কয়েক দিন আগেই একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এর পরিপ্রেক্ষিতে সরকার হোক্কাইডো থেকে টোকিওর পূর্বাঞ্চলীয় চিবা পর্যন্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে এবং আগামী এক সপ্তাহে আরও ভূমিকম্পের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপান প্রায়ই ভূমিকম্পের সম্মুখীন হয়। ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি ছিল, যা ২২ হাজারের বেশি প্রাণহানি ঘটায় এবং ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার সূত্রপাত করে।

12 Dec 25 1NOJOR.COM

জাপানের উত্তর-পূর্বে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Person of Interest

logo
No data found yet!