Web Analytics

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে সাত ইসরাইলি জিম্মিকে হস্তান্তর করেছে বলে জানিয়েছে রয়টার্স। ইসরাইলি সেনাবাহিনী জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আছেন যমজ সন্তান গালি ও জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল। জিম্মিদের মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজেস স্কয়ার ভরে যায় উল্লাসে—মানুষ কোলাকুলি করছে, গান গাইছে, পতাকা ওড়াচ্ছে। অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মুক্ত ফিলিস্তিনি বন্দির আগমন ঘিরে বিশাল জনসমাগম হয়েছে। হামাস এর আগে ২০ ইসরাইলি জিম্মির তালিকা প্রকাশ করে জানায়, বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। এটি চলমান সংঘাতের মধ্যে অন্যতম বৃহৎ বন্দি বিনিময় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।