পটুয়াখালীর মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম ১৬ প্রকল্পের কাজ না করেই প্রায় ৩০ লাখ টাকা অর্থ আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় গত ৯ মার্চ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মৌকরন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। অভিযোগ, তাকে প্রকল্পের সভাপতি করা হলেও তিনি এ সম্বন্ধে জানতেন না। চেয়ারম্যানের সঙ্গে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান কামালের ঘনিষ্ঠতা ছিল, এসবের সুযোগ নিয়েই তিনি অনিয়ম দুর্নীতি করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।