মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের আরও কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। ৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ৭৭ রানে তৃতীয় উইকেট হারায়। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ইনিংসে প্রথমবার বল হাতে নিয়ে প্রথম বলেই উইকেট তুলে নেন। তার ধীর গতির আর্মার বলটি আঘাত হানে আইরিশ নবাগত ব্যাটার কেড কারমাইকেলের প্যাডে, এবং আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট ঘোষণা করেন। ব্যাটার রিভিউ নেননি। এই উইকেটের ফলে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭৭/৩, এখনো জয়ের জন্য প্রয়োজন ৪৩২ রান। অন্যদিকে, বাংলাদেশের প্রয়োজন মাত্র সাতটি উইকেট। মুরাদের এই সাফল্যে ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও জোরদার হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।