নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টভর্তি একটি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের নাম রানা ও শুভ বলে জানা গেছে। জানা যায়, তারা আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মাঝনদীতে নোঙর করার পর ট্রলারের তলা ফেটে পানি ঢোকে এবং ট্রলারটি সিমেন্টসহ তলিয়ে যায়। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি। শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, ট্রলারের তলা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।