স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) গ্রীষ্মকালীন বিরতির পর যুক্তরাজ্যের সংসদে ‘ফিলিস্তিন স্বীকৃতি বিল’ উত্থাপন করতে যাচ্ছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর চাপ সৃষ্টি করে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বানে। দলের নেতা স্টিফেন ফ্লিন হুঁশিয়ারি দিয়েছেন, স্টারমার অবস্থান না বদলালে তারা ভোটে যেতে বাধ্য করবে। এই উদ্যোগ ফ্রান্সের ঘোষণার পর ২২০ জনের বেশি এমপির দাবির পটভূমিতে এসেছে। মাত্র ৯টি আসন থাকলেও, এসএনপির এই পদক্ষেপ ব্রিটিশ রাজনীতিতে বড় আলোড়ন তুলতে পারে।