ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্র বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বাধীন শত্রু শক্তির বিরুদ্ধে একযোগে চারটি ফ্রন্টে—অর্থনৈতিক, জ্ঞানমূলক, সামরিক ও সন্ত্রাসবিরোধী—যুদ্ধ চালাচ্ছে। রোববার সংসদে বক্তৃতায় তিনি বলেন, এসব যুদ্ধ বহু বছর ধরে চলছে এবং সময়ের সঙ্গে আরও জটিল হচ্ছে। তার দাবি, সামরিক ক্ষেত্রে শত্রুরা ইতোমধ্যেই পরাজিত হয়েছে, তাই যুক্তরাষ্ট্র এখন দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি ও সন্ত্রাসী যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
কালিবাফ সতর্ক করে বলেন, দায়েশ-ধাঁচের এই ‘সন্ত্রাসী যুদ্ধ’-এর মূল লক্ষ্য ইরানকে ক্ষতিগ্রস্ত করা। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির সমালোচনা করে বলেন, ইরানি জনগণ সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর এবং তাদের নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ৯ জানুয়ারি ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী তেহরানসহ বিভিন্ন শহরে নাশকতা চালিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে।
খামেনি বলেন, শত সহস্র মানুষের ত্যাগে প্রতিষ্ঠিত ইসলামিক প্রজাতন্ত্র কখনোই বাইরের শক্তির দাসত্ব মেনে নেবে না। তিনি ইরানের তরুণ প্রজন্মকে ঐক্য ও প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, ঐক্যবদ্ধ জাতি সব শত্রুকে পরাস্ত করতে সক্ষম হবে।
ইরান জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নেতৃত্বাধীন শত্রুর বিরুদ্ধে চার ফ্রন্টে যুদ্ধ চলছে