ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়নকে বাদ দেয়ার প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার সকাল থেকে ভাঙ্গায় ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তত ৮টি পয়েন্টে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এতে ঢাকা থেকে ভাঙ্গা হয়ে ২১টি জেলায় চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীদের দাবি, হামেরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে এই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন স্থানীয়রা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।