ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পর রোববার কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করে ১১ জন পদত্যাগ করেছেন। এর আগে শনিবার ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ওই কমিটির অনুমোদন দেন। পদত্যাগী নেতাদের দাবি, বিগত ফ্যাসিস্ট আমলে যারা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। এতে আওয়ামী সুবিধাভোগীরা ঠাঁই পেয়েছে, অভিযোগ করেছেন। জেলা ছাত্রদল বলেছে, অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেবেন।