বান্দরবানের লামায় ২৫ রাবার শ্রমিক অপহরণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারি, ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা শ্রমিকদের অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেয়। এ ঘটনায় জসিম উদ্দিন লামা থানায় মামলা করেন। গ্রেফতারকৃতরা থানচি, রুমা ও লামার বাসিন্দা। ওসি শাহাদাৎ হোসেন জানান, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।