Web Analytics

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। তিনি বলেন, যে গণপরিষদ যখন কাজ করবে, সে নতুন সংবিধানের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। এই ২-৩ বছর কি আমি ৭২-এর সংবিধান গ্রহণ করব? এই ২-৩ বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ সদস্য হিসেবে কাজ করতে থাকবে, সংসদের কিছু ফান্ডামেন্ডাল যেমন-প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল ১৭, উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা; এই জিনিসগুলো পরিবর্তন করতেই থাকবে। জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের অনেক কিছুতে একমত হবেন। হয়তো জুলাই সনদে ফান্ডামেন্টাল কিছু জিনিসও রাখা যেতে পারে। উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী দুই মেয়াদে বললে তো হবে না, আপনাকে কনভেন্সিং তর্ক করতে হবে। সবচেয়ে গুরত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমিয়ে নেওয়া। উপদেষ্টা বলেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে। বাংলাদেশের সংবিধানে প্রধান বিচারপতি অসীম ক্ষমতার অধিকারী; তিনি দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।

11 May 25 1NOJOR.COM

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল

Person of Interest

logo
No data found yet!