Web Analytics

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার রাতে রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত বিশেষ অভিযান ‘অপস কুটিপ’-এ ৩১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং তিনজন নারী রয়েছেন। অভিযানটি মসজিদ জামেক এলআরটি স্টেশন ও আশপাশের এলাকায় পরিচালিত হয়, যেখানে ২৫ জন কর্মকর্তা অংশ নেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, মোট ৬০ জন বিদেশিকে তল্লাশি করা হয় এবং ৩১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ১১ জন, ভারতীয় ৮ জন, পাকিস্তানি ৭ জন, ইন্দোনেশিয়ান ৩ জন এবং সুদান ও ফিলিপাইনের একজন করে রয়েছেন। পাঁচজনকে ‘ওভারস্টে’ অভিযোগে এবং বাকিদের বৈধ পাস বা পারমিট না থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

12 Dec 25 1NOJOR.COM

কুয়ালালামপুরে অভিযানে ১১ বাংলাদেশিসহ ৩১ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া

Person of Interest

logo
No data found yet!