প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। তিনি বলেন, ২০২২ সাল পর্যন্ত সব ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারতেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুইটি সার্কুলারে বেসরকারি বিদ্যালয়ের সুযোগ রাখা হয়নি। হাইকোর্ট ডিপিই মহাপরিচালক ও উপ-বৃত্তি বিভাগের পরিচালকের কাছে চার সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার বিষয়ে প্রশ্ন হাইকোর্টের