ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্টদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গত রোববার এ আদেশ দেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় হাদিকে গুলি করা হয় এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মামলাটি হত্যাকাণ্ড হিসেবে পুনঃশ্রেণিবদ্ধ করা হয়। সিআইডি জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ কারণে অর্থপাচার সংক্রান্ত পৃথক তদন্তও শুরু হয়েছে এবং আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।
তদন্ত সংস্থাগুলো এখন আর্থিক লেনদেনের উৎস ও হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে। আগামী সপ্তাহগুলোতে মামলার অগ্রগতি ও আর্থিক বিশ্লেষণ প্রতিবেদন আদালতে উপস্থাপিত হতে পারে।
হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদের আট ব্যাংক হিসাব জব্দ