প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লেখেন,‘ইউনূস স্যারের বাংলা নববর্ষের ভাষণ রেকর্ড করছিলাম। রেকর্ডিংটা করার জন্য বেছে নিয়েছিলাম যমুনারই ছায়াঘেরা এক সবুজ লন। রেকর্ডিং শুরু করব—কোথা থেকে উড়ে এলো একটা কোকিল। কুহু সুরে গান গাইতে শুরু করল আমাদের মাথার ওপরের গাছে বসে। স্যার হাসিমুখে বললেন, ‘যাক, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের আর দরকার হবে না! সাড়ে তিন মিনিট ধরে চলল স্যারের ভাষণ। আর সেই কোকিল পুরোটা সময় গান গেয়ে সঙ্গ দিল আমাদের।’ এই ভাষণে প্রধান উপদেষ্টা জাতিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। নতুন উদ্যমে সামনে চলার প্রেরণা দিয়েছেন।