বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বৃদ্ধির ফলে ওপেনএআইয়ের বার্ষিক আয় ১ হাজার কোটি ডলারে পৌঁছেছে, যা ছয় মাস আগেও ছিল ৫৫০ কোটি। মাইক্রোসফটের লাইসেন্স ফি বাদ দিয়েই প্রতিষ্ঠানটি ২০২৫ সালের লক্ষ্যমাত্রা ১ হাজার ২৭০ কোটি ডলারের দিকে এগোচ্ছে। ২০২৩ সালের ৫০০ কোটি ডলারের লোকসানের পর প্রতিষ্ঠানটি আয়ের প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়িয়েছে। সাপ্তাহিক ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী ও ২০২৭ সালে হার্ডওয়্যার ডিভাইস বাজারে আনার পরিকল্পনার মাধ্যমে ওপেনএআই প্রযুক্তি খাতে বড় প্রভাব রাখার পথে রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।