২০২৫ সালে বিভিন্ন দেশ থেকে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৩,০৯০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্পেনের অভিবাসী অধিকার সংস্থা ‘ক্যামিনান্দো ফ্রন্টেরাস’। সংস্থাটি জানায়, মৃত্যুর সংখ্যা এখনও বেশি হলেও ২০২৪ সালের তুলনায় তা উল্লেখযোগ্যভাবে কমেছে, কারণ এ বছর পারাপারের চেষ্টা কম হয়েছে। অধিকাংশ মৃত্যু ঘটেছে আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে আটলান্টিক রুটে, যা বিশ্বের অন্যতম বিপজ্জনক পথ হিসেবে বিবেচিত।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানারি দ্বীপে আগমন কমলেও গিনি থেকে নতুন, দীর্ঘ ও আরও বিপজ্জনক রুট দেখা দিয়েছে। মৃতদের মধ্যে ৪৩৭ জন শিশু এবং ১৯২ জন নারী রয়েছে। সংস্থাটি আরও জানায়, আলজেরিয়া থেকে ইবিসা ও ফোরমেন্টেরার দিকে যাত্রাকারী নৌযানে অভিবাসীর সংখ্যা বেড়েছে, যেখানে ২০২৫ সালে সোমালিয়া, সুদান ও দক্ষিণ সুদানের অভিবাসীরা বেশি ছিল। এই রুটে মৃত্যুর সংখ্যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণ হয়ে ১,০৩৭ হয়েছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৫,৯৩৫ অভিবাসী স্পেনে পৌঁছেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কম। এদের প্রায় অর্ধেকই আটলান্টিক রুটে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।
২০২৫ সালে স্পেনে পৌঁছাতে গিয়ে ৩ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু, আগের বছরের তুলনায় কম