Web Analytics

দিল্লির তুর্কমান গেটের শতবর্ষী ফাইজ-ই-ইলাহি মসজিদের পাশে হজযাত্রীদের থাকার কক্ষ, একটি বাড়ি, একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, সড়কের অংশ, ফুটপাত ও পার্কিং এলাকা ভেঙে ফেলে কর্তৃপক্ষ। বুধবার ভোরে চালানো এই উচ্ছেদ অভিযানে মঙ্গলবার রাত থেকে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ ও অন্তত পাঁচজনকে আটক করা হয়। এর আগে দিল্লি হাইকোর্ট মসজিদ পরিচালনা কমিটির আবেদনের প্রেক্ষিতে দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনকে নোটিস দিয়েছিল।

মসজিদ কমিটি জানায়, জায়গাটি তাদের ব্যবহারে ছিল এবং নিয়মিতভাবে দিল্লি ওয়াক্‌ফ বোর্ডকে ভাড়া দেওয়া হতো। এই উচ্ছেদ ঘটনাকে ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান নিপীড়নের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালে দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে পুরোনো মুসলিম শ্রমিক বসতি ভেঙে শত শত মানুষকে গৃহহীন করা হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে দেশজুড়ে মুসলিম অধ্যুষিত এলাকা, দলিত বস্তি ও আন্দোলনকারীদের লক্ষ্য করে এমন উচ্ছেদ অভিযান বেড়েছে, যা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত বৈষম্যের ইঙ্গিত বহন করছে।

09 Jan 26 1NOJOR.COM

দিল্লিতে মসজিদের পাশে উচ্ছেদে সংঘর্ষ, ভারতে মুসলিম উচ্ছেদের ধারাবাহিকতা স্পষ্ট

Person of Interest

logo
No data found yet!