চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগে আইনি বাধা নেই বলে উচ্চ আদালতের রায়ের পর, ওই রায়ের বিরোধিতা করায় কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে পরিচালক (প্রশাসন) ওমর ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সতর্কবার্তা জারি করা হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ২৯ জানুয়ারি উচ্চ আদালত এনসিটি প্রকল্প সংক্রান্ত রিটের রায় ঘোষণা করে। এরপর কিছু শ্রমিক ও কর্মচারী বন্দর ভবনসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও দলবদ্ধ মহড়া দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন, যা চাকরিবিধির লঙ্ঘন বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে। এর আগে সতর্ক করা হলেও এবার চূড়ান্তভাবে সবাইকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিদেশি অপারেটর নিয়োগ ইস্যুতে বন্দরের ভেতরে ও বাইরে কয়েক মাস ধরে উত্তেজনা চলছে। আদালতের রায়ের পর জাতীয়তাবাদী শ্রমিকদল ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) শনিবার ও রোববার সব ধরনের অপারেশনাল কাজ বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেছে।
আদালতের রায়ের বিরোধিতায় কর্মচারীদের কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি