Web Analytics

সেনেগালের উপকূলে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি নৌকা ডুবে ১৫০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সামাজিকমাধ্যমে বেসরকারি সংস্থা ক্যামিনান্দো ফ্রন্টেরাসের প্রধান হেলেনা ম্যালেনো গারজন এই তথ্য জানান। সেনেগালের দৈনিক লে সোলেয়র খবরে বলা হয়, নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন, যাদের মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং কয়েকজনকে স্বজনেরা শনাক্ত করেছেন।

ধারণা করা হচ্ছে, গত ২২ ডিসেম্বর সলুম দ্বীপপুঞ্জের দিয়ামনিয়াদিও এলাকা থেকে নৌকাটি ছেড়ে যায়। লে সোলেয় জানায়, নৌকার দুটি ইঞ্জিন বিকল হয়ে পড়লে ক্যাপ্টেন কাছের সৈকতে পৌঁছানোর চেষ্টা করেন এবং একটি ছোট নৌকা আনতে বলেন। তখন কয়েকজন যাত্রী পানিতে নামলে ভিড়ের মধ্যে একাধিক মানুষ ডুবে যায়। সেনেগাল কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

ক্যানারি দ্বীপপুঞ্জগামী এই সমুদ্রপথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। ক্যামিনান্দো ফ্রন্টেরাসের হিসাবে, ২০২৪ সালে এই পথে প্রায় ৯ হাজার ৭৫৭ জনের মৃত্যু হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সমুদ্রপথে আগমনকারীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

27 Dec 25 1NOJOR.COM

সেনেগাল উপকূলে ক্যানারি দ্বীপপুঞ্জগামী নৌকাডুবিতে ১৫০ জনের বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

Person of Interest

logo
No data found yet!