ঝালকাঠির নলছিটি পৌর শহর এখন বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির শোকে স্তব্ধ। তার বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান এসএস কামিল মাদ্রাসায় চলছে শোকের মাতম। শেষবারের মতো তাকে দেখতে না পারার আক্ষেপে ভুগছেন নলছিটিবাসী। জেলার মানুষ দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর ভাষায়, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের প্রতীক। ২০০০ সালে নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসায় ভর্তি হয়ে ২০০৯ সালে আলিম শেষ করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তিনি তরুণ সমাজের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন।
তার হত্যাকাণ্ডে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ঝালকাঠি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে। লক্ষ্মীপুর ও সিলেটসহ বিভিন্ন জেলায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। অনেকেই মনে করছেন, হাদি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এক চিরন্তন প্রতীক হয়ে থাকবেন।