পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা দেওয়া হবে না, বিজয়ের পর কাজের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বুধবার বিকেলে পটুয়াখালীর লোহালিয়ায় এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে, এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সংসদের পবিত্রতা নষ্ট করে সেটিকে গানের আসরে পরিণত করেছে, যা অত্যন্ত লজ্জাজনক। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিএনপি পাঁচটি জরিপের মাধ্যমে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানান তিনি। আলতাফ হোসেন আরও বলেন, আগের নির্বাচনে সহিংসতা ও জাল ভোটের ঘটনা ঘটলেও এবার তা হবে না।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান তারেক আলী খান, প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরসহ স্থানীয় বিএনপি নেতারা।
আলতাফ হোসেনের অভিযোগ, আ. লীগ সংসদ অপবিত্র করেছে, সুষ্ঠু নির্বাচনের আহ্বান