ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাকচাপায় আবুল কাশেম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘটে। নিহত আবুল কাশেম আড়াইহাজার উপজেলার বাসিন্দা ছিলেন এবং তিনি মামলাসংক্রান্ত কাজে নারায়ণগঞ্জ আদালতে এসেছিলেন।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী তেলের ড্রামবোঝাই একটি বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-২৭২২) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত