জাতীয় কবিতা পরিষদ ঘোষণা করেছে যে “জাতীয় কবিতা উৎসব ২০২৬” আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। “সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা” প্রতিপাদ্য নিয়ে ৪ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মোহন রায়হান, রেজাউদ্দিন স্টালিন, মানব সুরত, মতিন বৈরাগী, হাসান হাফিজ, অনামিকা হক লিলি ও অন্যান্য নেতৃবৃন্দ। উৎসবের উদ্বোধন করবেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান এবং প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
দুই দিনব্যাপী এই উৎসবে সেমিনার, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনার পাশাপাশি দেশি-বিদেশি কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সুইমিংপুল চত্বরে উৎসবের দফতর স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কবিতা গণতন্ত্রের পক্ষে, সংস্কৃতি বিরোধী শক্তির বিরুদ্ধে এবং জাতির কল্যাণে শিল্পের প্রকাশ ঘটাতে ভূমিকা রাখবে।
আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব ২০২৬