Web Analytics

শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের তিন শহীদের কবর জিয়ারত করেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন, দোয়া মাহফিলে অংশ নেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহীদ পরিবারের সদস্য উজ্জ্বল হোসেন জুবায়েল, জিয়াউর রহমান, রোকেয়া বেগম, মজিবুর রহমান, মো. সোয়াইব হোসাইন ও শাপলা খাতুন অনুষ্ঠানে অংশ নেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. শাহাদাত হোসেন।

24 Jan 26 1NOJOR.COM

বগুড়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন আদিলুর রহমান খান ও কর্মকর্তারা

Person of Interest

logo
No data found yet!