Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে একান্ত বৈঠকে বসেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান বিচারপতির খাসকামরায়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত রেওয়াজ অনুযায়ী।

সূত্র জানায়, বৈঠকে সীমানা সংক্রান্ত মামলা, তফসিল ঘোষণার পর রিট আবেদন যেন নির্বাচনী কার্যক্রমে বাধা না দেয় সে বিষয়ে আলোচনা হয়। এছাড়া নির্বাচনের সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয়ও আলোচনায় আসে। সিইসি তার সচিবকে সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নেন, যা বৈঠকের গোপনীয়তা নির্দেশ করে।

বৈঠকটি নির্বাচন কমিশন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের ইঙ্গিত দেয়, যাতে আসন্ন জাতীয় নির্বাচন নির্বিঘ্ন ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়। শিগগিরই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

09 Dec 25 1NOJOR.COM

জাতীয় নির্বাচনের তফসিলের আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির একান্ত বৈঠক

Person of Interest

logo
No data found yet!