Web Analytics

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, গণভোটে চারটি মূল সাংবিধানিক সংস্কার বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে। এর মধ্যে রয়েছে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, মৌলিক অধিকার সম্প্রসারণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ। জুলাই সনদে বর্ণিত তত্ত্বাবধায়ক সরকার ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের গঠন প্রক্রিয়াও গণভোটে অন্তর্ভুক্ত থাকবে। ড. ইউনূস বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করলে তা সাশ্রয়ী ও উৎসবমুখর হবে। গণভোটের জন্য প্রয়োজনীয় আইন যথাসময়ে প্রণয়ন করা হবে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।