চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫ একটি নোঙর করা বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে পড়ে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তারা দ্রুত লঞ্চ ত্যাগ করে পাশের তীরে নিরাপদ আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশায় লঞ্চটি ধীরগতিতে চাঁদপুরমুখী ছিল, কিন্তু রুট নির্ধারণে সমস্যা দেখা দিলে সামনে থাকা বাল্কহেডটি চোখে না পড়ায় সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর লঞ্চটি তীরে নোঙর করা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবুল কালাম জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের বিকল্প লঞ্চ, স্পিডবোট ও সড়কপথে গন্তব্যে পাঠানো হয়।
শীতের রাতে ঘন কুয়াশার কারণে মেঘনায় নৌযান চলাচলে ঝুঁকি বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এবং দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
মেঘনায় কুয়াশায় লঞ্চ দুর্ঘটনায় সহস্রাধিক যাত্রী নিরাপদে উদ্ধার