গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আটটায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকা থেকে ২৪টি ইলেকট্রিক ডিটনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলিথিনে মোড়ানো এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত ডিটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি মনে করছে, সীমান্ত চোরাচালান চক্রের মাধ্যমে এসব বিস্ফোরক দেশে প্রবেশ করেছে। ঘটনাটি সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।
সুনামগঞ্জ সীমান্তে ২৪টি ইলেকট্রিক ডিটনেটর উদ্ধার করেছে বিজিবি