প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে মানবজাতিকে শক্তি ও সাহস জোগায়। তিনি আশুরার তাৎপর্য ধারণ করে আল্লাহর নৈকট্য লাভে বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান। এক বাণীতে তিনি হজরত ইমাম হোসেন (রা.) ও কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, কারবালার আত্মত্যাগ ইসলামের আদর্শ সমুন্নত রাখতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। আশুরা শুধু বিয়োগাত্মক নয়, বরং এটি ইসলামের ইতিহাসে বহু তাৎপর্যপূর্ণ ঘটনার দিন। তিনি সমাজে সাম্য, ন্যায়, শান্তি ও মুসলিম উম্মার ঐক্য কামনা করেন।
'পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।' এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান ড. ইউনূস।