Web Analytics

কক্সবাজারের রামু উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি দেশীয় তৈরি এলজি, দুটি পুরনো পিস্তল, ছয়টি চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, চারটি শটগানের খোসা, বড় বন্দুকের বাটের অংশ, দুটি লম্বা দা, একটি খেলনা পিস্তল, দুটি বাটন মোবাইল ফোন ও একটি কাটার। সকাল সাড়ে ৭টার দিকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানস্থল থেকে ২০ বছর বয়সী আয়শা বেগম রিয়া নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা অস্ত্রের সঙ্গে এলাকার একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে। অভিযুক্ত অন্যরা পালিয়ে গেছে।

পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং পুলিশ ঘটনাটির পেছনের অপরাধী নেটওয়ার্ক খতিয়ে দেখছে।

07 Jan 26 1NOJOR.COM

রামুতে সেনা-পুলিশ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, এক নারী গ্রেফতার

Person of Interest

logo
No data found yet!