Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন, ইসরাইল গাজায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ‘মিথ্যা অজুহাতে’। ২৯ নভেম্বর ইস্তাম্বুলে এক বিজ্ঞান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও হামাস যুদ্ধবিরতি বজায় রাখছে। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, গাজায় নিহত ২৭০ জনেরও বেশি সাংবাদিকের খবর তারা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। এরদোগান জানান, ইসরাইলি হামলায় শিক্ষাক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে—১৩,৫০০ শিক্ষার্থী, ৮৩০ শিক্ষক ও ১৯৩ বিজ্ঞানী নিহত এবং ৭৮৫,০০০ শিক্ষার্থী শিক্ষার অধিকার হারিয়েছে। তিনি একে পরিকল্পিত গণহত্যা হিসেবে উল্লেখ করেন। তুরস্ক এসব বিষয়ে আন্তর্জাতিকভাবে সমাধান খোঁজার প্রতিশ্রুতি দিয়েছে এবং এরদোগান জানান, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সাম্প্রতিক জি২০ সম্মেলনেও তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। অক্টোবর ২০২৩ থেকে গাজায় প্রায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

30 Nov 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে একে পরিকল্পিত গণহত্যা বললেন এরদোগান

Person of Interest

logo
No data found yet!