দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টার বিষয়ে ভারতের প্রেসনোট সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, দিল্লির কূটনৈতিক এলাকার ভেতরে বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল, সেটিই এখন বড় প্রশ্ন। তিনি আরও বলেন, প্রয়োজনে ভারতে বাংলাদেশের মিশন ছোট করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
এর আগে হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাতে তিনটি গাড়িতে করে কয়েকজন এসে ভবনের সামনে কিছুক্ষণ চিৎকার করে এবং হিন্দুদের নিরাপত্তা ও হাইকমিশনারকে ধরার আহ্বান জানায়। পরে তারা চলে যায়। এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ তোলেন।
ঘটনাটি দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, উভয় দেশই আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবে, তবে ঢাকার মন্তব্যে নিরাপত্তা উদ্বেগ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
দিল্লিতে হাইকমিশনে বিক্ষোভ নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করল ঢাকা