ঘানার রাজধানী আক্রায় সামরিক বাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বুধবারের এই ঘটনায় আরও অনেকে আহত হয়ে সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘানার সামরিক বাহিনী জানায়, বিপুল সংখ্যক চাকরিপ্রত্যাশী নির্ধারিত সময়ের আগেই নিরাপত্তা ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। দেশটিতে দীর্ঘদিন ধরে উচ্চ বেকারত্বের কারণে এমন নিয়োগ কার্যক্রমে তরুণদের ব্যাপক আগ্রহ দেখা যায়। কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক মন্দা ও অতিমুদ্রাস্ফীতির পর ঘানার অর্থনীতি এখনো পুনরুদ্ধারের পথে। সরকারি তথ্যে দেখা যায়, বর্তমানে প্রায় ৩৯ শতাংশ তরুণ বেকার, যা চাকরির প্রতিযোগিতা আরও তীব্র করে তুলেছে।
ঘানায় সামরিক নিয়োগে পদদলিত হয়ে ৬ নিহত, তরুণ বেকারত্বে উদ্বেগ