দীর্ঘ দশ মাসের নিষেধাজ্ঞা শেষে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আবারও রাতযাপনের অনুমতি পেলেন পর্যটকরা। সোমবার থেকে কক্সবাজার থেকে চারটি জাহাজ প্রতিদিন সকাল ৭টায় দ্বীপের উদ্দেশে যাত্রা করবে এবং অনুমতি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ ও রাতযাপন করতে পারবেন। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের সরকার ঘোষিত ১২ দফা নির্দেশনা কঠোরভাবে মানতে হবে। অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত পোর্টাল থেকে কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ, বারবিকিউ আয়োজন, মোটরচালিত যানবাহন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ থাকবে। গত নভেম্বর মাসে সীমিত পরিসরে ভ্রমণের অনুমতি দেওয়া হলেও রাতযাপনের অনুমতি না থাকায় কোনো জাহাজ চলাচল করেনি। প্রশাসন জানিয়েছে, টেকসই পর্যটন নিশ্চিত করতে দ্বীপের পরিবেশগত ভারসাম্য রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
কঠোর পরিবেশ নির্দেশনায় সেন্টমার্টিনে রাতযাপনের অনুমতি পুনরায় চালু