জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সময়ও সোহরাওয়ার্দী উদ্যান এত ‘টইটম্বুর’ হয়ে ভরে ওঠেনি, যতটা হয়েছে জামায়াতের সর্বশেষ সমাবেশে। তিনি বলেন, শুধু উদ্যান নয়, আশপাশের রমনা পার্ক, বিশ্ববিদ্যালয় এলাকা ও ঢাকা মেডিকেল পর্যন্ত জমায়েত ছড়িয়ে পড়েছিল। ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলনে তিনি বলেন, নির্বাচন সংস্কারের দাবি ষড়যন্ত্র নয়, বরং হাসিনামার্কা নির্বাচনই ষড়যন্ত্র। বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। ছাত্রদের সচেতনতা ও জনগণের বিদ্রোহী মনোভাব এখনো জেগে আছে বলেও মন্তব্য করেন তাহের।
শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সময়ও সোহরাওয়ার্দী উদ্যান এত ‘টইটম্বুর’ হয়ে ভরে ওঠেনি, যতটা হয়েছে জামায়াতের সর্বশেষ সমাবেশে: তাহের