Web Analytics

রোববার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রবাসী ইরানিরা ইরানের সরকারবিরোধী আন্দোলন দমন ও প্রাণঘাতী সহিংসতার প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভ করেছেন। এএফপি জানায়, বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী সম্প্রদায়ের শহর লস অ্যাঞ্জেলেসে কয়েক হাজার মানুষ মিছিল করেন এবং নিউইয়র্কে কয়েকশ মানুষ সমাবেশে অংশ নেন। বিক্ষোভকারীরা ‘নতুন হলোকাস্ট’, ‘চলমান গণহত্যা’ ও ইরানি সরকারের ‘সন্ত্রাস’ বন্ধের আহ্বান জানানো প্ল্যাকার্ড বহন করেন। অংশগ্রহণকারী পেরি ফারাজ জানান, তার চাচাতো ভাই ইরানে চলতি সপ্তাহে বিক্ষোভে নিহত হয়েছেন।

গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক দুরবস্থা নিয়ে শুরু হওয়া আন্দোলন দ্রুতই সরকারবিরোধী রূপ নেয়। ৮ জানুয়ারি থেকে ইরানে যোগাযোগ বন্ধ ও নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান আন্দোলনকে অনেকটাই স্তিমিত করেছে। মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য তারা যাচাই করেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

লস অ্যাঞ্জেলেসে অনেকেই সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভির সমর্থনে স্লোগান দেন। বিশেষজ্ঞদের মতে, তার প্রভাব মূলত বিদেশে সীমাবদ্ধ। এই বিক্ষোভের মাধ্যমে প্রবাসীরা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে চাইলেও ইরানের ভবিষ্যৎ নির্ভর করবে দেশটির জনগণের ওপর।

19 Jan 26 1NOJOR.COM

ইরানে দমন-পীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসী ইরানিদের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!