এনসিপি নেতা আরিফ সোহেল লিখেন, ‘আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ঠ নয়। কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে। কিভাবে? নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে।’ তিনি বলেন, পুলিশ দুএকটা ধরে, বাকিরা ওপেন সব করছে। ফলত নির্বাহী আদেশ কাগজ ছাড়া কিছুই নয়। আরো বলেন, বরং জুলাই গণহত্যাকারী ছাত্রলীগসহ, আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিকে প্রধান দাবি করে তুলতে হবে। বিচার হলে লিগ্যালি দলের কারো অস্তিত্ব থাকবে না। সোহেল বলেছেন, বিচার কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের প্রকাশ্য, অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করতে হবে। এই লেখা শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ।
নির্বাহী আদেশে নিষিদ্ধ নয়, বিচারের দাবিকে প্রধান করে তুলতে হবে; এর আগ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে: আরিফ সোহেল