Web Analytics

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ। তিনি ‘ধানমন্ডি ৩২’ ফেসবুক পেজের সদস্য হিসেবেও পরিচিত। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

একই অভিযানে ৪নং শালবাহান ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলীকেও আটক করা হয়েছে। ওসি রাশেদুল ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সন্দেহভাজন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

নির্বাচন ঘিরে উত্তরের জেলাগুলোতে পুলিশি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নির্বাচনের আগে কোনো ধরনের অস্থিতিশীলতা রোধে তারা কঠোর অবস্থান বজায় রাখবে।

21 Dec 25 1NOJOR.COM

জাতীয় নির্বাচন সামনে রেখে তেঁতুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান ও যুবলীগ নেতা আটক

Person of Interest

logo
No data found yet!