মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান হাফিজুদ্দিন জানতানকে সামরিক বাহিনীর একটি ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুই স্ত্রী ও আরও দুই ব্যক্তিসহ গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। তাদের পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত হাফিজুদ্দিনের সাত দিনের, এক স্ত্রীর ছয় দিনের এবং অন্য স্ত্রীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেনাবাহিনীর ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়।
এমএসিসির প্রধান কমিশনার আজম বাকি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত এখনো চলছে। সংস্থাটি জানায়, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনার প্রতিশ্রুতি তারা দিয়েছে। গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে এবং এক সন্দেহভাজন ও তার পরিবারের ছয়টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
সরকারি সংবাদ সংস্থা বেরনামা জানায়, মামলাসংশ্লিষ্ট ২৪ লাখ রিঙ্গিত নগদ অর্থ পাচারের একটি প্রচেষ্টা বানচাল করেছে এমএসিসি। তদন্ত শুরু হলে গত ডিসেম্বরে হাফিজুদ্দিনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
দুর্নীতির মামলায় সাবেক সেনাপ্রধান হাফিজুদ্দিন জানতান দুই স্ত্রীসহ গ্রেপ্তার