মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তৃতা বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করে প্রচারের ঘটনায় তীব্র সমালোচনার মুখে বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি ও নিউজ প্রধান দেবোরাহ টার্নেস পদত্যাগ করেছেন। তবে বিশ্লেষকদের মতে, ব্রিটিশ গণমাধ্যমটির প্রকৃত সংকট গাজা যুদ্ধের কাভারেজে নিহিত। সেন্টার ফর মিডিয়া মনিটরিংয়ের এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বিবিসির ৩৫ হাজারের বেশি সংবাদ বিশ্লেষণে ইসরাইলের দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আর ফিলিস্তিনিদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি নিহতদের খবর ফিলিস্তিনি নিহতদের তুলনায় ৩৩ গুণ বেশি গুরুত্ব পেয়েছে এবং ভাষার ব্যবহারে পক্ষপাত স্পষ্ট। বিবিসির শতাধিক কর্মীও অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানে এমন এক ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে ইসরাইলবিরোধী পক্ষপাত নিয়ে প্রশ্ন তোলা মানে ক্যারিয়ার ঝুঁকিতে ফেলা। সমালোচকরা বলছেন, এই পদত্যাগগুলো আসল সম্পাদকীয় ব্যর্থতা ও রাজনৈতিক প্রভাব থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে।
ট্রাম্প বিতর্কে বিবিসি নেতৃত্বের পদত্যাগ, গাজা কাভারেজে পক্ষপাতের অভিযোগে গভীর সংকট