নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বুধবার ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলা মোটর মোড় থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত মিছিলটি চলে, যেখানে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, ছাত্র, যুব, শ্রমিক ও নারী ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে নেতারা বলেন, তারা কোনো ফ্যাসিস্ট হুমকিতে ভীত নয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করবে। অন্যদিকে, আগামীকালের আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নিষিদ্ধ আ.লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে ঢাকায় এনসিপির বিক্ষোভ