বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন আগামী সোমবার মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আটদলীয় জোট। রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন। তিনি বলেন, ফ্যাসিবাদের নামে নাশকতার সুযোগ কেউ পাবে না এবং আটদল মাঠে থাকবে। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো হবে এবং পাঁচ দফা দাবির পূরণে আন্দোলন অব্যাহত থাকবে। আটদলীয় জোট জানায়, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিকভাবে পূরণ হলেও বাকি দাবিগুলো আদায়ে কর্মসূচি চলবে।
শেখ হাসিনার যুদ্ধাপরাধ মামলার রায় ঘিরে মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন আটদলীয় জোট