শহীদ মীর নিসার আলী তিতুমীরের ১৯৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আয়োজিত আলোচনায় বক্তারা রাষ্ট্রীয়ভাবে তাঁর প্রতি অব্যাহত অবহেলার তীব্র সমালোচনা করেন। অনুষ্ঠানে জাতিসংঘের সিভিল সোসাইটি প্রতিনিধি আবুল কাশেম শেখ, শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। আবুল কাশেম শেখ বলেন, ইংরেজ ও জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে তিতুমীরের বিদ্রোহ ছিল ন্যায়ের প্রতীক, অথচ তাঁর স্মরণে রাষ্ট্রীয় বাজেট বা উদ্যোগ নেই। ডা. এস. এম. খালিদুজ্জামান ও কবি আবিদ আজমসহ বক্তারা বলেন, তিতুমীরের সংগ্রাম বঙ্গভঙ্গ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁরা মনে করেন, রাষ্ট্রযন্ত্রের এই অবহেলা জাতির দুর্বলতার প্রতিফলন এবং তরুণ প্রজন্মকে তিতুমীরের সংগ্রামী চেতনা অনুসরণের আহ্বান জানান। বক্তারা তাঁর অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।