‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার বিভিন্ন জায়গায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শেরেবাংলা নগরে শহিদ জিয়ার মাজার প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে। জানা গেছে, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।