খিলক্ষেতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর। এ সময় তিনি বলেন, বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। দেখা গেছে, শনিবার সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষ, দোকানদার, পথচারী, রিকশাচালকদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন।
খিলক্ষেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন দলটির ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর।