Web Analytics

অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট’ নিয়ে ভাবার সময় এসেছে, এমন মন্তব্য করেছেন সিপিডি'র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তাও চিন্তা করতে হবে। বিশেষ করে যেসব সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছতা প্রয়োজন। এখন এক্সিট পলিসি ও অর্জনের স্পষ্ট ঘোষণা দেওয়ার সময় এসেছে। ভট্টাচার্য বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনের অতিরিক্ত কিছু নয়, আবার প্রয়োজনের কমও নয়, এমন ভারসাম্যপূর্ণ সংস্কার নীতিই গ্রহণযোগ্য। নইলে আমরা আবারও অসংস্কার প্রক্রিয়ায় ফিরে যাব।’ এই সময় তিনি পূর্বের সরকারগুলোর সংস্কারের বৈধতার পদ্ধতি তুলে ধরেন, বলেন, পরবর্তী সরকার বৈধতা দেবে কিনা, এ নিয়ে চিন্তা দরকার। ওখানে বিএনপি নেতা মঈন খান বলেন, সংস্কার নির্বাচিত সরকারের কাজ, অন্তবর্তী সরকার কেবল অত্যাবশ্যকীয় সংস্কার করবে।

31 Jul 25 1NOJOR.COM

যেসব সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছতা প্রয়োজন। এখন এক্সিট পলিসি ও অর্জনের স্পষ্ট ঘোষণা দেওয়ার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

Person of Interest

logo
No data found yet!