প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি কর্মকর্তাদের একই পদে পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত নয়, কারণ দীর্ঘ সময় একই স্থানে থাকলে মানসিকতা স্থির হয়ে যায় এবং সৃজনশীলতা নষ্ট হয়। বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগোও উন্মোচন করেন।
ড. ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে দশ বছর পর পর নতুনভাবে শুরু করা উচিত, যাতে পরিবর্তিত লক্ষ্য অনুযায়ী প্রতিষ্ঠানগুলো পুরোনো চিন্তাধারায় আটকে না থাকে। তিনি সবাইকে চাকরির পরিবর্তে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল এবং এটি দাসপ্রথার মতো। উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়তা করতে হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলেছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ড. ইউনূস সরকারি চাকরিতে পাঁচ বছরের সীমা দিয়ে সৃজনশীলতা বাড়ানোর আহ্বান জানালেন