চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান শুভকে শনিবার আটক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রতিনিধিরা। অভিযোগ রয়েছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তার ফোন থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে চবি ছাত্রলীগের সভাপতি রুবেল ও সেক্রেটারি ইকবাল হোসেন টিপুর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এছাড়া পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ঘোষণা দেওয়া ছাত্রলীগ নেতা আবরার শাহরিয়ারের সঙ্গেও তার সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফাজলে রাব্বি তাওহীদ প্রশ্ন তুলেছেন, নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে রোমান যুক্ত কিনা। ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন জানান, পূর্ববর্তী তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রোমানের বেতন বন্ধ করা হয়েছে এবং দ্বিতীয় তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রক্টর অফিসের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে চবি শিক্ষক আটক