বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসাধীন আছেন এবং বাসায় ফিরতে আরও কিছু সময় লাগবে। গত রোববার তাকে হার্ট ও ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়। দলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে। লন্ডন থেকে তার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান সার্বক্ষণিক তার খোঁজ রাখছেন। ঢাকায় তার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক উন্নতি হলেও চিকিৎসকরা বলছেন সুস্থ হতে আরও সময় লাগবে